যমুনা টিভিতে যোগ দিলেন ফারহানা নিশো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মে, ২০১৫ ১৭:১২:২০

ঢাকা: মিডিয়ার পরিচিত মুখ ফারহানা নিশো বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনায় যোগ দিয়েছেন। এ চ্যানেলটিতে জেষ্ঠ্য বার্তা ও অনুষ্ঠান উপস্থাপকের দায়িত্ব পালন করবেন নিশো।
সোমবার নিশো যমুনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এর আগে তিনি কাজ করেছেন বৈশাখী টেলিভিশনে।
নিজের দায়িত্ব সম্পর্কে নিশো বলেন, নতুন কর্মস্থল, অনেক দায়িত্ব, অনেক দায়বদ্ধতা। তবে আপাতত চ্যানেলটির ঈদের অনুষ্ঠানগুলোর দেখাশোনা করছি আমি। সেইসাথে সংবাদ বিভাগেরও দায়িত্ব পালন করবো।
যমুনা টিভিতে নিজের ভাবনা তুলে ধরে নিশো বলেন, আমি যখন যেখানে কাজ করি চেষ্টা থাকে নিজের সেরাটা দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে যাওয়ার পথে সাহয্য করতে। যমুনা টিভির ক্ষেত্রের এর ব্যতিক্রম হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, ফারহানা নিশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন ও এনটিভিতে কাজ করেছেন তিনি। সর্বশেষ বৈশাখী টেলিভিশনের হেড অব করপোরেট অ্যাফেয়ারস এবং জেষ্ঠ্য বার্তা ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন।
(ঢাকাটাইমস/১৮মে/জেবি)