দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৫ ১৮:২৭:১০
রংপুর: রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক প্রথম খবরের সিটি রিপোর্টার রবিউল ইসলাম রোমানের (৩০) ওপর রবিবার রাতে হামলা করেছে দুর্বৃত্তরা।
আহত সাংবাদিক রোমান অভিযোগ করে বলেন, রাতে অফিস থেকে নগরীর বুড়িরহাটে বাড়ি ফেরার পথে কদমতলীতে স্থানীয় গাঁজা ব্যবসায়ী গোলাপ, জহরুল ও নয়নসহ ১০-১২ জন অটো থেকে নামিয়ে রড, হকিস্টিক ও ক্রিচ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এক পর্যায়ে তারা আমাকে হত্যার জন্য পাশের পাটক্ষেতে নিয়ে যেতে থাকলে পথচারীরা তাদের বাধা দেয়। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সাংবাদিক রোমান বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার ১৫নং সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
(ঢাকাটাইমস/১১মে/জেবি)