logo ০২ মে ২০২৫
চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্র মেলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৫ ১৬:১০:০৫
image

ঢাকা: ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ জানাতে ১০ম বারের মতো চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রবীন্দ্র মেলা। ‘বাঙালির নিত্যদিনের মননে রবীন্দ্রনাথের কর্ম বেঁচে থাকুক’ এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্র মেলার উদ্বোধনে এই আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।


এবার আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নাট্যজন ও রবীন্দ্র গবেষক আতাউর রহমান। সম্মাননার পর আতাইর রহহমান বলেন ‘আমি মৃত্যুর পর পুরস্কারে বিশ্বাস করি না। আমাকে রবীন্দ্রনাথের এমন একটি সম্মানে ভূষিত করা হলো এজন্য আমি চ্যানেল আইয়ে’র প্রতি কৃতজ্ঞ। সত্যিই আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি।’


ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, রবীন্দ্রনাথ সকলের বন্ধু। রবীন্দ্র মেলার মধ্য দিয়ে চ্যানেল আইয়ে’র পর্দায় ৬টি মহাদেশসহ বাংলার ভাষাভাষি মানুষ এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঙ্গে মিশে যায়।


চ্যানেল আইয়ে’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইয়ে’র রবীন্দ্রমেলা একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মতো একই সূত্রে গাঁথা এই মেলা। তিনি আরও বলেন, আমাদের জীবনে ও সর্বাঙ্গে রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য, চিত্রকর্ম, কবিতা জড়িয়ে আছে।


রবীন্দ্রনাথের মতো দেশটাকে প্রকৃত রূপ দিয়ে সাজানোর আহ্বান জানান, চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য মজুমদার বাবু। পরিচালনা পর্ষদের আরেক সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন বলেন, পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র গবেষণা ও তার সাহিত্যকে তুলে ধরার প্রয়াসে আমাদের এই আয়োজন।


প্রতিবারের মতো রবীন্দ্র মেলার পৃষ্ঠপোষক এবি ব্যাংক। মেলায় এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে রবীন্দ্র মেলায় এবি ব্যাংক সম্পৃক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছে।


নাট্যজন হাসান ইমাম বলেন, আজকে যে বিচ্ছেদ সারা পৃথিবী পুড়ছে তার বিরুদ্ধে মিলনের বার্তা বহন করছে রবীন্দ্র মেলা।


শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, প্রেরণার চিরন্তন উৎস হলো রবীন্দ্রনাথ। তিনি বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজনে প্রতি বারের মতো চ্যানেল আই’র এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অভিন্দন জানাই।


এছাড়া অনুষ্ঠানে ড. করুণাময় গোস্বামী, রবীন্দ্র গবেষক আজাদ রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৮মে/জেবি)