মার্কিন সন্ত্রাসী তালিকায় আল জাজিরার ব্যুরো প্রধান
ঢাকাটাইমস ডেস্ক
০৯ মে, ২০১৫ ১৪:৩২:১৩

ঢাকা: কাতারভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-জাজিরার পাকিস্তানি ব্যুরো প্রধান সাংবাদিক আহমাদ মুয়াফফাক জেইদানকে মার্কিন সরকার সন্দেহভাজন সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল। আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এ তথ্য ফাঁস করেছেন।
স্নোডেনের দেয়া তথ্যের বরাত দিয়ে ‘দ্যা টেলিগ্রাফ’ পত্রিকা বলেছে, কথিত আল-কায়েদার সদস্য হওয়ার সন্দেহে জেইদানকে মার্কিন গোয়েন্দারা সন্ত্রাসী তালিকাভুক্ত করে এবং তার ওপর নজরদারি চালায়।
টেলিগ্রাফের রিপোর্ট আরো বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দা কর্মসূচি স্কাইনেটের আওতায় জেইদানের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি করা হয়। এ জন্য তার মোবাইলের কল রেকর্ড থেকে সন্দেহভাজন তৎপরতা চিহ্নিত করার চেষ্টা করেছে মার্কিন গোয়েন্দারা।
সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন জেইদান। তিনি বলেছেন, পেশাদারিত্বের কারণে তিনি পাকিস্তান ও আফগানিস্তানে কাজ করেছেন এবং একই কারণে তিনি দু দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এমনকি অনেক আল-কায়েদা নেতার সাক্ষাৎকারও নিয়েছেন। তিনি বলেন, স্কাইনেট একটি অযৌক্তিক কর্মসূচি এবং তা মোটেই প্রশ্নের ঊর্ধ্বে নয়।
জেইদান তার পেশাদারিত্বের অংশ হিসেবে ওসামা বিন লাদেনসহ আল-কায়েদা ও তালেবানের গুরুত্বপূর্ণ নেতার সাক্ষাৎকার নিয়েছেন।
(ঢাকাটাইমস/৯মে/জেবি)