logo ০২ মে ২০২৫
সিরাজগঞ্জের সাংবাদিক স্বপন চৌধুরী পরলোকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৫ ১৮:৩২:৪১
image

ঢাকা: দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসিত বরন চৌধুরী ওরফে স্বপন চৌধুরী পরলোক গমন করেছেন।


আজ রবিবার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।


স্বপন চৌধুরী দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। ১৫ দিন আগে তীব্র শ্বাসকষ্ট হলে সিরাজগঞ্জ থেকে তাকে ঢাকায় আনা হয়।


তিনি বেলকুচি উপজেলা সদরের চালা আদালতপাড়ার বাসিন্দা। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেলকুচি ডিগ্রি কলেজে অধ্যাপনা করেছেন। অধ্যাপনায় অবসরের পরও তিনি শেষ দিন পর্যন্ত সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। দৈনিক যুগান্তর প্রকাশকালীন সময় থেকে সর্বশেষ দিন পর্যন্ত তিনি জেলা প্রতিনিধির দ্বায়িত্ব পালন করেছেন।


এ ছাড়াও বেলকুচির মহাসশ্মানের প্রতিষ্ঠাতা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজ সেবা করে গেছেন। তার এই মৃত্যুর খবর সিরাজগঞ্জে পৌঁছলে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


তার লাশ ঢাকা থেকে রোববার রাতেই বেলকুচিতে নিয়ে আসা হবে ও বেলকুচি মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।


(ঢাকাটাইমস/১০মে/জেবি)