খুলনা টিভি-ক্যামেরা জার্নালিস্টের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ মে, ২০১৫ ১৪:৪১:৫১
খুলনা: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তন থেকে বের হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি। এরপর প্রেসক্লাবে ফিরে এসে কেক কাটা হয়।
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের ১নং প্যানেল মেয়র আনিছুর রহমান বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবুল ইসলাম মতি, সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫মে/জেবি)