logo ০২ মে ২০২৫
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হচ্ছেন শাহ আলমগীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ০০:১৪:০৭
image

ঢাকা: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শাহ আলমগীর। তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক। তার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।


তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ট্রাস্টি বোর্ড এখনও পূর্ণাঙ্গ কলেবরে কাজ শুরু করতে পারেনি। শাহ আলমগীর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করবেন।


পূর্ণাঙ্গভাবে কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত শাহ আলমগীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।


গত ১২ জানুয়ারি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এর ৬ ধারা অনুযায়ী ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয়।


(ঢাকাটাইমস/১৩মে/জেবি)