কুষ্টিয়ায় রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ মে, ২০১৫ ১৯:০৪:৫৪
কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাবে শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা। দুই দিনব্যাপী এ কর্মশালা আজ শেষ হচ্ছে।
পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
বক্তব্য দেন-কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আল মামুন সাগর, সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ।
(ঢাকাটাইমস/১৬মে/জেবি)