logo ০১ মে ২০২৫
সাংবাদিকদের কল্যাণ ভাতার আবেদনের শেষ সময় ২২ মে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৫ ০০:২৮:০৬
image

ঢাকা: আর্থিকভাবে অসচ্ছল এবং মৃত্যুজনিত কারণে সাংবাদিকদের সরকারি অনুদান চাওয়ার আবেদনের শেষ সময় ২২ মে। ২০১২ সালের সাংবাদিক সহায়তা অনুদান নীতিমালা অনুযায়ী সমস্যাগ্রস্ত সাংবাদিকদের এই অনুদান দিয়ে থাকে তথ্য মন্ত্রণালয়। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই সুবিধা পাবেন।


তবে শুধু আর্থিকভাবে অসচ্ছল, দুর্ঘটনায় পতিত সাংবাদিক এবং মৃত্যুজনিত কারণে সাংবাদিক পরিবার এ ভাতার অধিকারী হবে। মন্ত্রণালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।


তথ্য মন্ত্রণালয় স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সংগঠনের সহায়তায় অথবা সরাসরি অসচ্ছল সাংবাদিকদের এই অনুদান দিয়ে থাকে।


নীতিমালা অনুযায়ী, ‘আর্থিভাবে অসচ্ছল’ বলতে, ‘বার্ধক্যজনিত, শারীরিক অক্ষমতা কিংবা দুর্ঘটনাজনিত কারণে উপার্জনে অক্ষম অথবা অন্য কোনো উৎস থেকে জীবনধারণের জন্য সন্তোষজনক আয় নেই এমন সাংবাদিককে বোঝাবে।’


অনুদান নীতিমালায় জনপ্রতি মাসে দুই হাজার টাকা, বিশেষ ক্ষেত্রে চার হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। মৃত্যু, অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত চিকিৎসার ক্ষেত্রে এককালীন অনুদান সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দিতে পারে মন্ত্রণালয়।


(ঢাকাটাইমস/২০মে/জেবি)