প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা ২৭ জুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ২০:৪৫:৪৯
ঢাকা: জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দুদিনব্যাপী সভা মঙ্গলবার শেষ হয়েছে। ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নির্বাচন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের নেয়া লিখিত পরামর্শ ও মতামত সভায় জানানো হয়।
সভায় বিদ্যমান পরিস্থিতির ব্যাপক পর্যালোচনার পর ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬(ক) মোতাবেক অতিরিক্ত সাধারণ সভা আহ্বানের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আগামী ২৭ জুন শনিবার বিকাল তিনটায় ক্লাব মিলনাযতনে এই অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত সাধারণ সভায় ক্লাবের উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৬মে/জেবি)