ঢাকায় ভারতীয় টিভি সাংবাদিকের ক্যামেরা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ২২:৩৭:২১

ঢাকা: ভারতীয় টিভি চ্যানেল প্রতিদনি টাইম (নিউজ টাইম আসাম) এর বাংলাদেশ প্রতিনিধি মাছুম বিল্লাহ ছিনতাইকারীদের কবলে পড়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা ভারত থেকে পাঠানো ভিডিও ক্যামেরা, ট্রাইপডসহ ব্যাকপ্যাক ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা।
মাছুম বিল্লাহ জানান, বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রের সামনে ঘটনাস্থলের ১০০ গজ দূরে পুলিশ বক্স থাকলেও ছিনতাইয়ের সময় কেউ এগিয়ে আসেনি। ছিনতাইকারীদের ধরারও চেষ্টা করেনি পুলিশ।
মাছুম জানান, ব্যাগে প্যানাসনিক এমডিএইচ-২ মডেলের একটি ক্যামেরা, একটি বড় জুম লেন্স, লোগোসহ একটি বুম, মেমোরি কার্ডসহ ক্যামেরার আনুসাঙ্গিক অন্যান্য ডিভাইস ও প্রয়াজনীয় কাগজপত্র ছিল।
এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করলেও তারা মামলা নিতে গড়িমসি করে। বরং হারিয়ে গেছে বলে সাধারণ ডায়েরি (জিডি) করতে পরামর্শ দেন থানার ডিউটি অফিসার। তবে মাছুম বিল্লাহ এভাবে হারিয়ে গেছে লিখে জিডি করতে রাজি হননি।
তরুণ সাংবাদিক মাছুম বিল্লাহ ভারতীয় ওই টেলিভিশন ছাড়াও ঢাকায় আমাদের সময় ডটকমে ছাড়াও তিনি ভারতের নিউজ চ্যানেল প্রতিদিন টাইমের স্পেশাল করেসপন্ডেন্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর এবং ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ কাভারের জন্য কয়েকদিন আগে ভারত থেকে ওই চ্যানেল কর্তৃপক্ষ ক্যামেরাটি পাঠায়।
ক্যামেরা ছিনতাই ও পরবর্তীতে পুলিশের ভূমিকায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কর্মরত দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (সামক্যাব)। সামক্যাবের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম রাজু এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/২৬মে/জেবি)