ফরিদপুর: দৈনিক প্রথম আলো পত্রিকার ফরিদপুর প্রতিনিধি পান্না বালার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে শহরের ইমাম উদ্দিন স্কয়ার এলাকায় তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বলেন, সাংবাদিক পান্না বালা থানায় এসে বিষয়টি জানিয়েছেন। তিনি আরও বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সাংবাদিক পান্না বালা জানান, রাতে বাসায় ফেরার পথে ৪/৫ জন লোক হঠাৎ করে লাঠি সোটা নিয়ে আমার উপরে হামলা চালায়। তিনি বলেন, কেন এ হামলা তা বুঝতে পারছি না। তবে বিষয়টি আমি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
হামলার প্রত্যক্ষদর্শী পাঁচতাঁরা রেস্তোঁরার মালিক লিটন মিয়া জানান, রাত ১০টার দিকে স্থানীয় একটি পত্রিকার দোকান থেকে সাংবাদিক পান্না বালা বের হওয়া মাত্রই ৫/৬ জন লোক এসে এলোপাতাড়ি তার উপর হামলা চালায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/এমআর)