সাংবাদিকদের কল্যাণে কাজ শুরু করেছে প্রেস কাউন্সিল
নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৫ ১৬:১৯:৪৩
নীলফামারী: সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
আজ রবিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী। জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেস কাউন্সিলের যুগ্ম সচিব শ্যামল কুমার কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ আহমেদ বক্তব্য দেন।
প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ ও বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি সম্পর্কে আলোচনা করা হয় মতবিনিময় সভায়।
দ্বন্দ্ব ও বিভেদের কারণে সাংবাদিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মন্তব্য করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
নীতি নৈতিকতা অবলম্বন করে সাংবাদিকদের কাজ করার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যান।
(ঢাকাটাইমস/২৪মে/জেবি)