রাজপথে মুন্সীগঞ্জের সাংবাদিকরা
মুন্সীগঞ্জ ও সিরাজদিখান প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ মে, ২০১৫ ১৪:৫২:০২
_67263.jpg)
মুন্সীগঞ্জ: ১১ সাংবাদিকের বিরুদ্ধে জেলা প্রশাসকের অনৈতিক অবস্থান, স্থানীয় ৮টি পত্রিকার ডিক্লারেশন বাতিল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ “স্বাধীন গণমাধ্যমের জন্য চরম আঘাত”এ স্লোগানে সংগঠনের কার্যালয়ের সামনে জুবলী রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে ১১ সাংবাদিকের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে দাখিল করা অভিযোগ, স্থানীয় ৮টি পত্রিকার বাতিল আদেশ প্রত্যাহার ও সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, প্রেসক্লাবের তথ্য প্রচার ও কল্যাণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, ক্রীড়া সম্পাদক শেখ মো. রতন, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, ৭১ টিভির জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, আরটিভির জেলা প্রতিনিধি ফরিদুল হাসান, সিরাজদিখান প্রেসক্লাবের সহসভাপতি কে এন ইসলাম বাবুল, দৈনিক রূপবানী স্টাফ রির্পোটার কাজী আকরাম, ভোরের ডাকের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, সাংবাদিক সামছুল হুদা হিটু, হাসান জুয়েল, ফটোসাংবাদিক মো. জাফর মিয়া, রাজীব বাবু, আব্দুর রহমান, মো. শাহিন পাঠান, মো. মহসিন, রুবেল মিয়াসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।
(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/জেবি)