logo ০১ মে ২০২৫
খুলনায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ মে, ২০১৫ ১৮:৩০:৩১
image

খুলনা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং খুলনা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

আজ বুধবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খুলনায় আঞ্চলিক সাংবাদিকতার একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যকে ধরে রেখে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করতে হবে। সমসাময়িক সংবাদের সঙ্গে দেশের উন্নয়নমূলক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।

বস্তুনিষ্ঠ রির্পোট প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে।  অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।


(ঢাকাটাইমস/২৭মে/জেবি)