ঢাকা: ১১ বছরে পদার্পণ করল দৈনিক সমকাল। বিপুল আয়োজনে উদযাপন হচ্ছে পত্রিকাটির জন্মদিন। রবিবার বেলা পৌনে ১১টায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেক কেটে সমকালের জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ।
এ সময় তাদের সঙ্গে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক এ কে আজাদ।