logo ০১ মে ২০২৫
জাতীয় প্রেসক্লাবে দিনভর উত্তেজনা এবং..
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মে, ২০১৫ ১৯:৩২:০৪
image

ঢাকা: নানা নাটকীয়তা ও উত্তেজনার মধ্যে দিয়ে ‘সমঝোতা’র ভিত্তিতে গঠিত জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার দায়িত্ব গ্রহণের দিন তিন পক্ষ পৃথক পৃথক শোডাউন করলে প্রেসক্লাব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গঠিত নতুন কমিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের রুমের তালা ভাঙেন। পরে পুরাতন কমিটির সদস্যরা সেখানে গেলে নতুন কমিটির সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।


নতুন কমিটির দায়িত্ব গ্রহণের দিন শনিবার ক্লাব ভবনে তিনটি পক্ষ পৃথক পৃথক শোডাউন করে।তাদের মধ্যে চলা এই বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


গুঞ্জন উঠেছে, জাতীয় প্রেসক্লাবে নতুন করে আরও একটি শক্তিশালী কমিটি শিগগিরই আত্মপ্রকাশ করছে।কয়েক দিনের মধ্যেই সাধারণ সভা ডেকে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তারা মাঠে নামবেন বলে জানা গেছে।


জানা গেছে, শনিবার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় দখল নিয়ে বৈঠক করে নতুন কমিটি। দুপুর একটার দিকে ভবনের দোতলায় সদ্য ঘোষিত কমিটির নেতারা মিস্ত্রি এনে সাধারণ সম্পাদকের কক্ষের তালা ভেঙে ফেলেন। এ সময় তারা কক্ষটি দখলে নেওয়ারও চেষ্টা করেন। খবর পেয়ে আগের নির্বাচিত কমিটির নেতারা এসে তাদের হটিয়ে দেন।


তিন ঘণ্টা বৈঠকের পর কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা ক্লাবের দায়িত্ব নিয়েছি। এজন্য সবার সহযোগিতা চাই।”


১৭ সদস্যের নতুন এই কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। রবিবার সকাল ১১টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।


এছাড়া দুপুর সোয়া ১২টার দিকে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে প্রেসক্লাবের তিন তলায় বৈঠক করেন বিএনপি ও জামায়াতপন্থি সাংবাদিকরা। বৈঠকে যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান বক্তারা।


এসময় বক্তব্য দেন- সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমদ, রুহুল আমিন গাজী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।


মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ নতুন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি (তাদের কমিটি) নির্বাচিত আরেকটি কমিটির কাছেই ক্ষমতা হস্তান্তর করতে পারে, এর বাইরে পারে না।


তিনি বলেন, “ক্লাবের কোনো দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়নি, সেহেতু দায়িত্ব দেওয়ার প্রশ্নই উঠে না। গঠনতন্ত্র অনুযায়ী তথাকথিত কমিটি কোনো বৈধ কমিটি নয়।”


আগামী ২৭ জুন ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা ডাকার কথা জানিয়ে আবদাল বলেন, ওই সভায়ই ক্লাবের সদস্যরাই সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


এদিকে সদ্য ঘোষিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ম্যানেজিং কমিটির কার্যালয়ে বৈঠক করেন। সে সময় বাইরে এক থেকে দেড়শ আওয়ামীপন্থি সাংবাদিক জড়ো হয়ে অবস্থান নিয়ে প্রেসক্লাবের সদস্য পদ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন।


এক পর্যায়ে ব্যবস্থাপনা কমিটির নেতারা বাইরে গিয়ে তাদের শান্ত হওয়ার আহ্বান জানান।


গত বছরের ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। এরপর বিভিন্ন সময় নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও নানা কারণে ভোট আয়োজন করা সম্ভব হয়নি।


এমন পরিস্থিতিতে আওয়‍ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিকদের একাংশ ঐক্যবদ্ধ হয়ে গত বৃহস্পতিবার ১৭ জনের একটি ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করে।


(ঢাকাটাইমস/৩০মে/এমআর)