logo ০১ মে ২০২৫
বাজারে এলো আরেকটি নতুন দৈনিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ১৭:০৯:৪৩
image

ঢাকা: দৈনিক আজকের পত্রিকা নামে আরেকটি দৈনিক বাজারে এসেছে। ১ জুন সোমবার ২৪ পৃষ্ঠার বিশাল আয়োজন নিয়ে পত্রিকাটির উদ্বোধনী সংখ্যা বের হয়েছে। দাম মাত্র পাঁচ টাকা। এখন থেকে পত্রিকাটি নিয়মিতভাবে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে আজকের পত্রিকা কর্তৃপক্ষ।

পত্রিকাটি নিয়মিত ৮ পৃষ্ঠা, শুধুমাত্র শুক্রবার ১২ পৃষ্ঠায় বের হবে। এদিন পত্রিকাটির দাম হবে চার টাকা। এছাড়া বাকি দিনগুলোতে এর দাম তিন টাকা।

প্রবাসী পল্লী গ্রুপের এ পত্রিকাটি এর আগে কয়েক দফায় বের করার ঘোষণা দিলেও যথাসময়ে বাজারে আসতে পারেনি। অবশেষে ১ জুন আলোর মুখ দেখলো দৈনিক আজকের পত্রিকা।

প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি. এর পক্ষে পত্রিকাটি সম্পাদনা করছেন সফিকুল ইসলাম। পত্রিকাটির বার্তা ও বাণ্যিজিক বিভাগ, বি১ রোজি ডেল, বাড়ি ১, রোড ৪, লিংক রোড, গুলশান-১ এ অবস্থিত।

(ঢাকাটাইমস/১জুন/জেবি)