logo ০১ মে ২০২৫
প্রেসক্লাবের অনিয়ম তদন্তে অডিট ফার্ম নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুন, ২০১৫ ২১:২৫:১৮
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ক্লাবের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে ‘ জি কিবরিয়া এফসি ’ অডিট ফার্মকে নিয়োগ প্রদান করেছে।


সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কমিটি কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নিয়োগ চূড়ান্ত করে সিদ্ধান্ত প্রদান করা হয়।


এছাড়া প্রেসক্লাবের উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।


এতে অন্যান্য সদস্যরা হলেন, গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী, আমানুল্লাহ কবির, খোন্দকার মনিরুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, মাহফুজ উল্লাহ, কার্তিক চ্যাটার্জি, এলাহী নেওয়াজ খান ও গোলাম মহিউদ্দিন খান।


সভায় ক্লাবের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং ক্লাব সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় গত কয়েক বছরে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের অনিয়ম ও দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশের জন্য সব সদস্যের সহযোগিতা কামনা করা হয়।


(ঢাকাটাইমস/৮জুন/জেবি)