চুরির চেষ্টা জাতীয় প্রেস ক্লাবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১৩:০৩:০৮
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবে চুরির চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা। তবে কোনো কিছু চুরি করা হয়নি। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সেলিম জানান, ভোরে প্রেস ক্লাবের প্রহরী আবদুল মালেক খোকন টয়লেটে যাওয়ার ফাঁকে দুর্বৃত্তরা প্রবেশ করে। সে এসে কক্ষের তালা ভাঙা দেখতে পায়। এরপর খোকন তাকে ঘটনাটি জানায়।
প্রহরী খোকনকে শাহবাগ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল মোমেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ সদস্যের একটি দল ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(ঢাকাটাইমস/৭জুন/এমএন)