logo ৩০ এপ্রিল ২০২৫
আবেদ খানের জাগরণ আসছে, তবে....
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৫ ১৯:৪২:১০
image

ঢাকা:  ‘দৈনিক জাগরণ’ নামে পত্রিকাটি শিগগিরই বাজারে নিয়ে আসতে চান বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। তবে আগ্রহে থাকলেও এতে কোনো নেতিবাচক ভাবমূর্তির বিনিয়োগকারীর বিনিয়োগ তিনি নেবেন না।


ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এমনটাই জানিয়েছেন প্রকাশিতব্য ‘দৈনিক জাগরণ’ সম্পাদক আবেদ খান।


সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে ফরিদপুরে জন্ম নেয়া একজন ধনকুবের আবেদ খানের পত্রিকাতে বিনিয়োগ করতে চান। ওই ধনকুবের পদ্মা সেতুতে ব্যক্তিগত বিনিয়োগ করতেও আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা যায়।


এ বিষয়ে জানতে চাইলে আবেদ খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন ধরে পত্রিকাটি বাজারে আনার চেষ্টা করছি। বিনিয়োগকারীও খোঁজা হচ্ছে। তবে নেতিবাচক কোনো বিনিয়োগকারীকে নেয়ার প্রশ্নই ওঠে না।”


প্রসঙ্গত, দৈনিক ইত্তেফাক দিয়ে সাংবাদিকতা শুরু করেন আবেদ খান। তিনি দৈনিক কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর এবং ভোরের কাগজ এর সম্পাদক ছিলেন। সবশেষ তিনি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।


(ঢাকাটাইমস/১১জুন/বিইউ/জেবি)