logo ৩০ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবে হবে সুউচ্চ মিডিয়া কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৫ ২১:৪৭:২০
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাব অঙ্গনকে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে সার্বিক অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় কয়েকটি স্থাপনার মধ্যে পশ্চিমার্ধে একটি সুউচ্চ মিডিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে।


ক্লাব সভাপতি ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিটি কক্ষে অনুষ্ঠিত সভায় ক্লাব সদস্য  সৈয়দ শামসুল আলম চৌধুরী ও শামসুদ্দিন আহমদ পেয়ারাকে কো-অপট করা হয়।


সভায় সর্বসম্মত প্রস্তাবে মাস্টার প্ল্যান করার জন্য মরহুম কবি সাইয়িদ আতীকুল্লাহর কন্যা স্থপতি তানিয়া আতিক মৈত্রীকে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হয়। তিনি মাস্টার প্ল্যান প্রণয়নে প্রয়োজনে বুয়েটের স্থাপত্য কলা বিভাগের সহায়তা নিতে পারবেন। তিনি জরুরি ভিত্তিতে খসড়া প্ল্যান সম্পন্ন করে কমিটিতে পেশ করবেন।


সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, কার্তিক চ্যাটার্জী, সৈয়দ শামসুল আলম চৌধুরী, শামসুদ্দিন আহমেদ, এলাহী নেওয়াজ খান সাজু ও গোলাম মহিউদ্দিন খান।


(ঢাকাটাইমস/১১জুন/জেবি)