দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার পাচ্ছেন চারজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৫ ১৯:২৮:১৩

ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ-২০১৫ পাচ্ছেন চার সাংবাদিক।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন, জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুজিব মাসুদ, টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর শামীমা সুলতানা ও টেলিভিশন ক্যামেরাপারসন ক্যাটাগরিতে মাছরাঙা টেলিভিশনের কামরুজ্জামান ফিরোজ ও আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে যশোরের গ্রামের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম।
শুক্রবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজয়ীরা পুরস্কারের অংশ হিসেবে আগামী ২২-২৪ জুন ২০১৫ পর্যন্ত জার্মানীর বন-এ অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।
বিজয়ীদের আগামী ১৪ জুন এ পুরস্কার প্রদান করা হবে।
দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে বেশি সক্রিয় করা এবং গণমাধ্যমকর্মীদের এ ধরনের রিপোর্ট করায় উৎসাহিত করতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে ২০১৪ সালে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ প্রবর্তন করেছে। এ প্রতিযোগিতায় সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
(ঢাকাটাইমস/১২জুন/জেবি)