ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে ৩৬টি পত্রিকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ২১:৩৯:৪১
ঢাকা: এ পর্যন্ত দেশের মোট ৩৬টি দৈনিক পত্রিকা ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩৩টি জাতীয় দৈনিক এবং জেলা পর্যায়ে প্রকাশিত তিনটি পত্রিকায় ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়েছে। আর যে সমস্ত সংবাদপত্র ৮ম মজুরি বোর্ড বাস্তবায়ন করবে না, সেসব সংবাদপত্র রেয়াতি শুল্কে নিউজপ্রিন্ট আমদানির সুযোগ-সুবিধা পাবে না এবং বর্ধিত বিজ্ঞাপন হার প্রাপ্য হবে না।
(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)