logo ৩০ এপ্রিল ২০২৫
ঢাকা সাব এডিটর কাউন্সিল নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ০০:১২:৩৩
image

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন-২০১৪ ও বার্ষিক সাধারণ সভা সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম।


সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।


বিশেষ অতিথি থাকবেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা।


নির্বাচনে লড়ছেন যারা


সভাপতি পদে নির্বাচন করছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল হাসান দীপু (৭১ টিভি), আব্দুল বারী (ইত্তেফাক) ও শায়খুল হাসান মুকুল (বাংলাদেশ প্রতিদিন)।

সহসভাপতি পদে কে এম শহীদুল হক (বাসস), এমএম সালাউদ্দিন ও মুহাম্মদ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে ইমাম গাজ্জালী (যায়যায়দিন), আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত), আবুল কালাম আজাদ (আজকের পত্রিকা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল হালদার, নোমান সালমান, মাহাবুব সাইফ (৭১ টিভি) ও মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ পদে একে এম ওবায়দুর রহমান (জনকন্ঠ) ও হুমায়ুন কবির তমাল, সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ইমন (সমকাল) ও আফজাল হোসেন।


প্রচার ও প্রকাশনায় আরিফা সুলতানা (সকালের খবর) ও এমএ মান্নান মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে আবু কাউছার খোকন ও মোহাম্মদ আব্দুল অদুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন আবুল কালাম (নয়াদিগন্ত) ও মাসুম আহাম্মদ (রুপালী) প্রতিদ্বন্দ্বিতা করবেন।


প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে অলক বিশ্বাস ও এম জহিরুল ইসলাম নির্বাচন করছেন।


এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদের জন্য লড়ছেন ১৯ জন। তারা হলেন- দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, জাওহার ইকবাল খান, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মাইনুল শাহিদ, মো. আমিরুল ইসলাম মানিক, মোমেনা আক্তার পপি, মুরশিদুল আলম চৌধুরী, রফিক ইসলাম, লাবিব রহমান, শহীদুল আলম ইমরান, শাহ মতিন টিপু, সালাম মাহমুদ ও সিদ্ধার্থ শঙ্কর ধর।


২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার দৈনিক-অনলাইন, রেডিও-টিভি মিডিয়ার সহ সম্পাদকদের এ সংগঠনটি।


(ঢাকাটাইমস/১৫জুন/এমআর)