logo ৩০ এপ্রিল ২০২৫
নিবন্ধনের পর সাংবাদিকদের পরিচয়পত্র দেবে সরকার!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ২১:৩১:৫৮
image

ঢাকা: সারা দেশের সাংবাদিকদের নিবন্ধন করে পরিচয়পত্র দেয়ার কথা ভাবছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু হয়নি।


সোমবার রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিলের সভাকক্ষে সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

কাউন্সিলের চেয়ারম্যান বলেন, নিবন্ধনের পর সাংবাদিকদের তালিকা কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রেস কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।


এর আগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।

প্রেস কাউন্সিল আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৯ জন সাংবাদিক অংশ নেন।


(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)