logo ৩০ এপ্রিল ২০২৫
সাব এডিটরস কাউন্সিলে সভাপতি সোমা, সেক্রেটারি আজাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ২২:৩৪:৩২
image

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে নাছিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার) ২৬৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আজকের পত্রিকা) ২৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সভাপতি পদে সোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট আর সাধারণ সম্পাদক পদে আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের আমির হামজা পেয়েছেন ২১১ ভোট।


জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুর ১টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


ডিএসইসি নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন, সহ-সভাপতি— কেএম শহীদুল হক (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক— মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ— একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক— জাকির হোসেন ইমন (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক— আরিফা সুলতানা (সকালের খবর), দপ্তর সম্পাদক— আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক— আবুল কালাম (নয়াদিগন্ত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক— অলক বিশ্বাস (ইত্তেফাক)।


এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন— দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, জাওহার ইকবাল খান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মোমেনা আক্তার পপি, লাবিব রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।


(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)