logo ৩০ এপ্রিল ২০২৫
মাদকবিরোধী প্রতিবেদনে পুরস্কার পেলেন ৬ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ২৩:০০:৪৯
image

ঢাকা: প্রথম আলোর মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ছয়জন সাংবাদিক। প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।


সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্য অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।

পঞ্চমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় সংবাদপত্র শাখায় প্রথম হয়েছেন বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক উদিসা ইসলাম, দ্বিতীয় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কাজী আনিছ ও তৃতীয় আঞ্চলিক পত্রিকা বরিশালের কথার নিজস্ব প্রতিবেদক এ এম জুয়েল। টেলিভিশন ও রেডিও শাখায় প্রথম হয়েছেন মাছরাঙা টিভির নিজস্ব প্রতিবেদক ওবায়দুল কবির, দ্বিতীয় বৈশাখী টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক দীপু সারওয়ার ও তৃতীয় হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন।

সনদের পাশাপাশি প্রথম বিজয়ী ৫০ হাজার, দ্বিতীয় ২৫ হাজার ও তৃতীয় বিজয়ী ১৫ হাজার টাকা করে পেয়েছেন। পুরস্কার হিসেবে বিজয়ীরা চেক, সনদ ও মেডেল পেয়েছেন। এবার সংবাদপত্র বিভাগে মোট ২০টি এবং টেলিভিশন ও রেডিও বিভাগে মোট ১৫টি প্রতিবেদন জমা পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ও প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ সামন্ত লাল সেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ডা. আহমেদ হেলাল, ডা. ফারজানা ইসলাম, ডা. অভ্র দাশ ভৌমিক, জিল্লুর রহমান খানসহ প্রথম আলোর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ।


(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)