logo ৩০ এপ্রিল ২০২৫
ডিআরইউতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকানিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসটাইমস
১৬ জুন, ২০১৫ ২০:১৫:১২
image

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী পরীক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।


আগামীকাল বুধবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান।


প্রত্যেক শিক্ষার্থীকে ডিআরইউর পক্ষ থেকে একটি ক্রেস্ট, একটি সনদপত্র, সম্মানী ও বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।


সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।


(ঢাকাটাইমস/১৬জুন/এইচআর/জেবি)