হাতিরপুলে সাংবাদিকদের বাসায় চুরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ১৯:৫৯:৪৩

ঢাকা: দিনেদুপুরে রাজধানীতে সাংবাদিকদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত (বুধবার রাত) কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডেইলী স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবীর বড়ুয়া চৌধুরী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ছয়জন হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকে জজ গলিতে ১৬৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় বসবাস করেন। এদের মধ্যে চারজনই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন। বাকী দুইজন ব্যাংকার। বুধবার দুপুর আড়াইটার সময় ওই বাসায় অজ্ঞাত ব্যক্তিরা তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে তারা চারটি ল্যাপটপ, দুইটা ক্যামেরা, তিনটি দামী মোবাইল, নগদ সাত শ’ ইউএস ডলার ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এসময় বাসায় কেউ ছিলেন না।
বিকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুরুন্নবী সরকার ঘরে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নুরুন্নবী।
জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনা আমি জেনেছি। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৭জুন/এএ/এমএম)