বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ২২:৩৬:২৪
ঢাকা: ‘অবৈধ দখলদারিত্বে’র প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ।
বুধবার রাতে পুরনো কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীর মোবাইল পাঠানো এক খুদেবার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় জাতীয় প্রেস ক্লাবের সব সদস্যকে ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
(ঢাকাটাইমস/১৭ জুন/এমআর)