১৯ বছরেও বিচার হয়নি পত্রদূত সম্পাদক হত্যার
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৫ ১৬:৪০:৪৪

সাতক্ষীরা: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন হত্যার ১৯ বছর পেরিয়ে গেছে। আজও শেষ হয়নি এই মামলার বিচারকাজ। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে শহীদ স ম আলাউদ্দিনের হত্যার ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় সাংবাদিক নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ স ম আলাউদ্দিনের ঘাতকদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, মোজাফফর হোসেন, আবুল কাসেম, সেলিম রেজা মুকুল, রবিউল ইসলাম, বদিউজ্জামান বাচ্চু, এম ইদুজ্জামান ইদ্রিস ও সাখাওয়াত উল্ল্যাহ প্রমুখ।
এর আগে প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের নেতৃত্বে সাংবাদিকরা শহীদ স ম আলাউদ্দিনের পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামস্থ কবর জিয়ারত করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
১৯৯৬ সালের ১৯ জুন দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এ পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন।
এ ঘটনায় নিহতের ভাই স ম নাছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)