সাংবাদিক হাবিবুর রহমান মিলনের কুলখানি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৫ ২০:১৭:২৭

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক উপদেষ্টা সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের কুলখানি আজ শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বাদ আসর নিউ ইস্কাটনের গাউস নগরে মরহুমের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কুলখানীতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিযনের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পিআইবি-এর মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাসস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ শরিক হন। এসময় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, মরহুমের মেয়ে অদিতি রহমান ও রাফিজা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাবিবুর রহমান গত শনিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও ফুসফুসে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। জাতীয় প্রেসক্লাবের প্রবীণ এই সদস্যের বয়স হয়েছিল ৭৮ বছর।
(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)