মিডিয়ার প্রতি তথ্য সচিবের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১৮:০৪:৩৮

ঢাকা: সম্প্রচার কার্যক্রমে ভাষা ও ব্যাকরণের শুদ্ধতা বজায় রাখতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্টিশীল ও টেকসই টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
রবিবার রাজধানীর দারুস সালামে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) একবছর মেয়াদী টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা (ডিপ্লোমা) কোর্সের পাঠ্যসূচি পরিমার্জন ও মান উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। বিশ্বায়নের যুগোপযোগী টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বর্তমানে রয়েছে।
কোর্সের পাঠ্যসূচির বিষয়ে মরতুজা আহমদ বলেন, বিষয় নির্ধারণে লক্ষ্য রাখতে হবে যাতে অনুষ্ঠান প্রযোজকরা দূরদৃষ্টির অধিকারী হয়, স্বপ্ন দেখতে সমর্থ হয়।
একই সঙ্গে অনুষ্ঠান পরিকল্পনা, অর্থায়ন, নির্মাণ, সম্পাদনা ও বিপণনসহ সব বিষয়ে প্রযোজকদের জ্ঞান থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
তথ্য সচিব এসময় সম্প্রচার কার্যক্রমে ভাষা ও ব্যাকরণের শুদ্ধতা বজায় রাখতে যত্নবান হতে সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন কোর্সটির পরিচালক ম. হামিদ।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক এবং শিক্ষক ড. ভাস্বর বন্দোপাধ্যায়, বিটিভির সাবেক উপমহাপরিচালক ফরিদুর রহমান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক হাশিম রেজা, চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র সম্পাদক সাজ্জাদ জহির প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। কোর্স সমন্বয়ক মোহাম্মদ আবু সাদেক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
(ঢাকাটাইমস/২১জুন/এইচআর/জেবি)