logo ৩০ এপ্রিল ২০২৫
সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১৯:৫৯:৩৫
image

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘২১ জুন সাংবাদিক নির্যাতন’ দিবসের প্রতিবাদ সভায় সরকার গঠিত মনিটরিং সেল অবিলম্বে পুনর্গঠন করে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সভায় সাংবাদিক নেতারা বলেছেন, সাংবাদিকদের রুটি-রুজির অধিকার নিশ্চিতের জন্য সরকার মনিটরিং সেল গঠন করলেও ব্যক্তি বিশেষের স্বার্থে আজ এ সেলটি দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ডিইউজে’র সাবেক সভাপতি মোল্লা জালাল, সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বর্তমান সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, রফিক আহমেদ, আতাউর রহমান, জামালউদ্দিন, সিদ্দিকুর রহমান, বিএফইউজে নেতা রহমান মুস্তাফিজ প্রমুখ। সভা সঞ্চালন করেন ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।

সভায় শফিকুর রহমান বলেন, ১৯৯২ সালের ২১ জুন বিকালে গোটা সাংবাদিক কমিউনিটির ওপর হামলা করা হয়েছিল। ১৯৭১ সালের পর এটি ছিল জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় ন্যাক্কারজনক হামলার ঘটনা। কিন্তু আজ পর্যন্ত তার বিচার হয়নি।

আলতাফ মাহমুদ বলেন, পুলিশি নির্যাতনের ঘটনার পাশপাশি আজ সাংবাদিকদের অধিকার হরণসহ নানামাত্রিক নির্যাতন বেড়ে গেছে। সংবাদপত্র মনিটরিং সেল আজ সাংবাদিকদের স্বার্থে নয়, মহল বিশেষের কায়েমি স্বার্থে ব্যবহৃত হচ্ছে।

কুদ্দুস আফ্রাদ নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, জঙ্গিবাদী গোষ্ঠী সাংবাদিকদের স্বাধীনতার পথে আজ নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সভায় সাংবাদিক নেতারা আসন্ন ঈদের আগেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক ও কর্মীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ২১ জুন বিকালে তদানীন্তন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নির্দেশে পুলিশ বাহিনী অতর্কিতভাবে জাতীয় প্রেসক্লাবে হানা দিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচার আক্রমণ চালালে সাংবাদিক নেতাসহ অন্তত ৫০ জন সাংবাদিক গুরুতর আহত হন। এরপর থেকে দেশের সাংবাদিক সমাজ ২১ জুনকে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসাবে পালন করে আসছেন।


(ঢাকাটাইমস/২১জুন/এইচআর/জেবি)