সাব এডিটরস কাউন্সিলের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১৮:১৯:১৭

ঢাকা: ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সভাপতি নাছিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী কমিটির সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি কেএম শহীদুল হক, যুগ্ম সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফা সুলতানা, দপ্তর সম্পাদক আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলরুবা খান, মোমেনা আক্তার পপি, আনজুমান আরা শিল্পী, ইদ্রিস মাদ্রাজি, নাসির উদ্দিন বুলবুল, জাওহার ইকবাল খান, আলম হোসেন, লাবিন রহমান, দীপক ভৌমিক, সিদ্ধার্থ শঙ্কর ধর ও আরিফ আবেদীন জিসান। এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি মো. আল মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসরিন গীতি, সিনিয়র সদস্য আব্দুল্লাহ ফেরদৌস, শাহ মতিন টিপু, সাবেক কোষাধ্যক্ষ শাহাদাৎ রানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ জুন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/২১জুন/জেবি)