logo ৩০ এপ্রিল ২০২৫
জার্মানে আল জাজিরা সাংবাদিক আটক
ঢাকাটাইমস ডেস্ক
২১ জুন, ২০১৫ ১৫:৪৩:৫৬
image

ঢাকা: কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার সিনিয়র সাংবাদিক আহমেদ মনসুরকে (৫২) আটক করেছে জার্মান পুলিশ। মিশরের অনুরোধে বেশ কয়েকটি অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।   


শনিবার জার্মানির বার্লিনে স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে তাকে আটক করা হয়েছে বলে জার্মান পুলিশের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আল-জাজিরার আরবি ভাষা বিভাগের এ সাংবাদিক বার্লিন থেকে কাতারের উদ্দেশ্যে বিমানে ওঠার সময় তাকে আটক করা হয়।


জার্মান পুলিশের এক কর্মকর্তা জানান, মিশরীয় কর্তৃপক্ষ মনসুরের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নির্যাতনের অভিযোগে গত বছর তার অনুপস্থিতিতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মিশরের একটি আদালত।


২০১১ সালে মিশরের রাজধানী কায়রোর তাহরির চত্বরে এক আইনজীবীকে নির্যাতনের অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করা হয়।


এদিকে, আল-জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে, মনসুরের বিরুদ্ধে আনা এ অভিযোগ খুবই হাস্যকর ও মিথ্যা। এছাড়া আগেই তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল।


শনিবার রাতে মনসুর বার্লিন বিমানবন্দর থেকে টুইটারে লিখেছেন, তিনি আটক হয়েছেন এবং একজন বিচারকের তদন্তের অপেক্ষায় রয়েছেন। আগামীকাল সোমবার তাকে জার্মান বিচারকের সামনে হাজির করা হতে পারে।


(ঢাকাটাইমস/২১জুন/জেবি)