logo ৩০ এপ্রিল ২০২৫
মেয়র নাছিরের মন্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৫ ২০:৪৬:২৭
image

চট্টগ্রাম: সাংবাদিকদের জড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বিবৃতিতে সিইউজে নেতারা বলেন, মেয়র অসুস্থ মস্তিষ্কের বলেই এমন বক্তব্য দিতে পেরেছেন।

শনিবার সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে মেয়র আ জ ম নাছির উদ্দিনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যত্থায় চট্টগ্রামের সাংবাদিকরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ বলেন, মেয়র `সুস্থ` থাকলে অবশ্যই বিষয়টি তার নজরে আসতো। চট্টগ্রামে মাদকের ভয়াবহতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় মাদক সেবীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, যা মেয়র নিজেও জানেন না। যদি জানতেন তা হলে তিনি সাংবাদিকদের জড়িয়ে এ ধরনের বক্তব্য দিয়ে নিজেকে অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি হিসেবে তুলে ধরতেন না।

বিবৃতিতে চট্টগ্রামের নব নির্বাচিত মেয়রকে অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা কারো পরামর্শ নিয়ে কাজ করে না। সাংবাদিকদের কি করা দায়িত্ব, আর কি করতে হবে, তা সাংবাদিকদের জানা আছে।

এ জন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার হবে না। বরং মেয়র হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান সিইউজে নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুক্রবার নগরীর মুসলিম হলে `মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস` উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় `অনেক সাংবাদিক মাদকসেবী, অত্যন্ত সচেতনভাবে সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে কলম ধরা থেকে বিরত থাকেন’ বলে যে বক্তব্য দিয়েছেন তা কোনো সুস্থ মতিষ্কের বক্তব্য হতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা যদি মাদকের বিরুদ্ধে কলম না ধরেন তা হলে তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে কীভাবে জানলেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা শুধু সাংবাদিকদের একার দায়িত্ব নয়, রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও দায়িত্ব রয়েছে।


(ঢাকাটাইমস/২৭জুন/জেবি)