logo ৩০ এপ্রিল ২০২৫
খুলনায় কালের কণ্ঠের অফিসে চুরি
২৭ জুন, ২০১৫ ১৫:১৪:০৮
image


খুলনা: নগরীর স্যার ইকবাল রোডের নাফিজা ভবনের নিচ তলায় ‘দৈনিক কালের কণ্ঠ’র খুলনা বুর‌্যো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

দুবৃর্ত্তরা অফিসের দু’টি সিপিইউ, দু’টি মনিটর, একটি আইপিএস ও একটি পেনড্রাইভসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। কম্পিউটারের মধ্যে গত ৬ বছরের অধিক সময়ে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যাদি ছিল।

এঘটনায় দৈনিক কালের কণ্ঠ’র খুলনা ব্যুরে‌্যা প্রধান গৌরাঙ্গ নন্দী খুলনা সদর থানায় অভিযোগ করেছেন। শনিবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য ও খুলনায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালেরকণ্ঠের প্রতিবেদক কৌশিক দে বাপি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যথরীতি অফিস বন্ধ করে বাসায় যান ব্যুরে‌্যা প্রধান গৌরাঙ্গ নন্দী। সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীর কর্মসূচি থাকায় শনিবার সকাল সোয়া ১০টার দিকে অফিসে আসেন তিনি। এসময় তিনি দেখেন অফিসের দু’টি কম্পিউটারই নেই। কক্ষের পশ্চিমপাশের জানালার গ্রীল ভাঙা। খুঁজে দেখেন দু’টি সিপিইউ, দু’টি মনিটর, একটি আইপিএস ও একটি পেনড্রাইভসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এটি নিছক চুরিই নয়; অন্য কোন কারণও থাকতে পারে। নিছক চুরি হলে কম্পিউটার ছাড়াও মূল্যবান জিনিসপত্র নিতে পারতো। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

(ঢাকাটাইমস/২৭জুন/প্রতিনিধি/এমএন)