এরদোয়ানকে কটাক্ষ করায় সাংবাদিকের জেল
ঢাকাটাইমস ডেস্ক
০১ জুলাই, ২০১৫ ১৫:২৫:৫৮
ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানকে টুইটারে কটাক্ষ করার অভিযোগে মেহমেত বারানসু নামের এক সাংবাদিককে ১০ মাসের জেল দিয়েছে দেশটির দ্বিতীয় অপরাধ আদালত। মঙ্গলবার এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
একই আদালতে ২০১১ সালে এফ-১৬ যুদ্ধবিমানের বোমা বর্ষণে উলুদেরে গ্রামে ৩৪ কুর্দি নিহতের ঘটনার গোপন দলিল ফাঁসের ঘটনায় বারানসুকে অভিযুক্ত করার আবেদন জানান প্রসিকিউটর। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে। তবে বারানসুর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১০ সালে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় প্রসিকিউটরের কাছে জমা দেওয়া নথিপত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ১ মার্চ বারানসুকে আটক করে পুলিশ। পরদিন ২ মার্চ তাকে গ্রেপ্তার দেখানো হয়। তুরস্কে বারানসুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে।
(ঢাকাটাইমস/১জুলাই/জেবি)