logo ২৯ এপ্রিল ২০২৫
সাংবাদিকদের দক্ষ করতে সহযোগিতা দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৫ ২০:২২:২৫
image

ঢাকা: সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার সহযোগিতা দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। শনিবার রাজধানীর কাকরাইলের একটি হোটেলে ‘সার্ক চলচ্চিত্র ও সাংবাদিক ফোরাম’ আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।


বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশের চলচ্চিত্র ও সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার দরকার তা নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের দক্ষ করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কেননা তারাই দেশকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেন।


সার্কভুক্ত দেশগুলোর আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো  প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সার্কভুক্ত চারটি দেশের মধ্যে আন্তঃসড়ক যোগাযোগে একটি চুক্তি সই হয়েছে। এতে দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাড়ার পাশপাশি সাংস্কৃতিক বন্ধনও দৃঢ় হবে। এছাড়া চলচ্চিত্র ও সাংবাদিকতারও প্রসার ঘটবে।


আয়োজক সংগঠনের সভাপতি রেদওয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল প্রমুখ।


(ঢাকাটাইমস/৪জুলাই/এএ/জেবি)