হাজার জনবল ছাঁটাই করছে বিবিসি
ঢাকাটাইমস ডেস্ক
০৩ জুলাই, ২০১৫ ১৫:০৫:৫৮
ঢাকা: ব্রিটেনে লাইসেন্স ফি ঘাটতির কারণে এক হাজার জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। খবর বিবিসির।
টেলিভিশন লাইসেন্স ফি থেকে বিবিসি এখন যে অর্থ পায় সে খাতে ২০ কোটি ডলারের বেশি ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। কারণ ব্রিটেনে বাড়িতে টেলিভিশন সেট রাখার সংখ্যা এখন কমে আসায় টেলিভিশন লাইসেন্স ফি থেকে উপার্জন কমছে। তথ্য ও বিনোদনের জন্য এখন অনলাইন এবং মোবাইল ফোনের ওপর মানুষ বেশি নির্ভরশীল।
বিবিসির মহাপরিচালক টনি হল এক ঘোষণায় জানিয়েছেন, এই জনবল কমানোর মাধ্যমে বিবিসি বছরে ৫০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারবে। আর্থিক সংকটের কারণে বিবিসিকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, ২০১১ সালে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন ১০ লাখ টেলিভিশন সেট কম। ফলে টেলিভিশন থেকে প্রাপ্ত লাইসেন্স ফি কমে গেছে।
(ঢাকাটাইমস/৩জুলাই/জেবি)