ঢাকা: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪ ডটকমের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ (Dhakatimes24.com) হ্যাক হয়েছে। এখন পেইজটি ব্যবহার করে হ্যাকার চক্র নানা ধরনের অশালীন ও অরুচিকর ছবি পোস্ট করছে। এসব নোংরা পোস্টের কারণে সম্মানিত পাঠকরা সাময়িকভাবে বিব্রত হওয়ায় ঢাকাটাইমস পরিবার আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। একই সঙ্গে, এঘটনায় ঢাকাটাইমস পরিবার বিব্রত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সাময়িকভাবে (Dhakatimes24.com) ফেসবুক পেইজটিকে আনলাইক করে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
গত ২৬ জুন সকালে পেইজটির অ্যাডমিনদের আইডি হ্যাক করে পেইজের নিয়ন্ত্রণ নেয় হ্যাকার চক্র। এরপর থেকে হ্যাকার চক্র এই পেইজটিকে কুক্ষিগত করার চেষ্টা চালায়। প্রাথমিক পর্যায়ে তারা পেইজটিকে আনপাবলিশ (অপ্রকাশিত) করে রাখে। পরে তারা পেইজটি পাবলিশ (প্রকাশ) করলে পেইজের ইনবক্সের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের কাছে পেইজটি ফেরত চাইলে তারা টালবাহানা শুরু করে। তবে পেইজটি ফিরে পেতে হলে বর্তমানে যে পরিমাণ লাইক পেইজটিতে রয়েছে তার অর্ধেক পরিমাণ টাকা দাবি করে। বর্তমানে ঢাকাটাইমসের পেইজটিতে প্রায় তিন লাখ লাইক রয়েছে। পরে তারা বিভিন্ন ধাপে দর কষাকষির মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে পেইজটি ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়। সেই অনুযায়ী একটি বিকাশ নম্বরে টাকা পাঠানো হলেও তারা পেইজটি ফিরিয়ে দেয়নি।
উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না দেয়ায়, ফেসবুক পেইজ এবং ঢাকাটাইমস২৪ ডটকমের সুনাম ক্ষুণ্ন করার জন্য অশালীন ও নোংরা পোস্ট করছে। যা তথ্য ও প্রযুক্তি আইনের লঙ্ঘন।
ঢাকাটাইমস২৪ ডটকম পরিবার মনে করছে, স্বচ্ছ ভাবমূর্তির এই প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি অসাধু চক্র অপতৎপরতা চালাচ্ছে। সুস্থ গণমাধ্যম বিকাশের পথকে রুদ্ধ করার জন্য এটি সঙ্ঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রও বটে। এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে ঢাকাটাইমস পরিবার প্রযুক্তিগত নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাময়িকভাবে এই সমস্যা থেকে উদ্ধার এবং বিব্রতকর পরিস্থিতি এড়াতে পাঠকদের সর্বাত্মক সহায়তা কামনা করছে ঢাকাটাইমস পরিবার।
(ঢাকাটাইমস/ ২ জুলাই/ এইচএফ)