ডিজিটাল বাংলাদেশ নিয়ে লিখে পুরস্কার পাচ্ছেন ৬ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১৫:১৭:৩৫

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন ও ফিচার লেখায় চলতি বছর পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৫ বিজয়ী হয়েছেন ছয় সাংবাদিক। মোট পাঁচটি ক্যাটাগরিতে ছয়জনকে নির্বাচন করা হয়েছে।
জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক এমদাদুল হক তুহিন, টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এসএ টেলিভিশনের জেষ্ঠ্য প্রতিবেদক প্লাবন রহমান, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে বগুড়ার দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক শাহজাহান আলী, বেতার ক্যাটাগরিতে যৌথভাবে বিজয়ী হয়েছেন, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম এবং এবিসি রেডিওর জেষ্ঠ্য প্রতিবেদক শাহনাজ শারমীন, অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে বিজয়ী বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় চলতি বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
আগামী ৮ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় পিআইবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে ৭৫ হাজার টাকা, সনদপত্র ও একটি ক্রেস্ট। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেবেন।
(ঢাকাটাইমস/৬জুলাই/জেবি)