logo ২৯ এপ্রিল ২০২৫
হাবিবুর রহমান মিলনের লিখনি জাতিকে পথ দেখিয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুলাই, ২০১৫ ২০:২৭:৩২
image

ঢাকা: সাংবাদিক হাবিবুর রহমান মিলনের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে সাংবাদিকতা পেশায় তাঁর কৃতিত্বপূর্ণ অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন স্মরণসভার বক্তারা।


বক্তারা সাংবাদিক মিলনের পেশাগত উৎকর্ষের উদাহারণ দিয়ে বলেন, তিনি সাংবাদিকতা পেশায় সততা ও বস্তুনিষ্ঠতার অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। এমনকি দেশের সংকটকালীন মুহূর্তে তাঁর লিখনি জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে।


শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমান মিলন স্মরণে গোপালগঞ্জ সাংবাদিক সমিতি আয়োজিত সম্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।


আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, সহ-সভাপতি উৎপল কুমার সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ।


প্রসঙ্গত, একুশে পদক বিজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন মৃত্যুকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক পদে কর্মরত ছিলেন।


(ঢাকাটাইমস/১১জুলাই/জেবি)