ঢাকা: হিযবুত তওহিদ নামের একটি সংগঠনের দায়ের করা একটি মামলায় বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলসহ তিন সাংবাদিক মানহানির মামলায় জামিন পেয়েছেন।
জামিন পাওয়া অপর দুইজন হলেন, চ্যানেলটির প্রতিবেদক দীপ আজাদ ও টকশো’র উপস্থাপক কামরান করিম।
সোমবার এ তিন সাংবাদিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থণা করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নূরু মিয়া জামিন মঞ্জুর করেন।
২০১৩ সালের ২৩ জানুয়ারি হিযবুত তওহিদের আমির মসীহ উর রহমান বৈশাখী টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২০ নভেম্বর বৈশাখী টেলিভিশনে প্রতিবেদক দীপ আজাদ হেযবুত তওহিদ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেন। প্রতিবেদনটি ছিলো “হিযবুত তওহিদ আন্দোলনের সদস্য আইনুন্নার আত্মগোপন করে সুইসাইড স্কোয়াডে যোগ দিয়েছে”। ওইদিনই টেলিভিশনটির টক শোতে উপস্থাপক কামরান করিমের উপস্থাপনায় রাত ১১টায় একই বিষয় সম্প্রচার করেছেন।
(ঢাকাটাইমস/১৩জুলাই/জেডআর/এমএন)