সাব-এডিটররা গণমাধ্যমের প্রাণ
ঢাকাটাইমস ডেস্ক
১৪ জুলাই, ২০১৫ ২০:২৮:১৮

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সবার অংশগ্রহণের নামে রাজনীতিতে আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, রাজনৈতিক সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত করা ও ঠাঁই দেওয়ার অপচেষ্টা চলছে। এই অন্তর্ভুক্ত করার চেষ্টা বিপজ্জনক। তাই যারা অপরাধী তাদের বাদ দিয়ে গণতন্ত্রকে টেকাতে হবে।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, তথ্য মন্ত্রণালয় আপনাদের প্রতিপক্ষ না, বন্ধু। কারণ, রাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। আর গণমাধ্যমও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই একে অপরকে রক্ষা করে উভয়কেই একত্রে চলতে হবে।
এ সময় সরকারের সাংবাদিক কল্যাণ তহবিলের সহযোগিতা পাওয়ার জন্য দুস্থ সাংবাদিককের তালিকা প্রদানের জন্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, সাব-এডিটররা গণমাধ্যমের প্রাণ। কারণ, রিপোর্টারের রিপোর্টের তথ্য যাচাই-বাছাই করে তারাই প্রকৃত সংবাদকে জনগণের সামনে তুলে ধরেন। তাই পর্দার আড়ালে থাকলেও তারাই গণমাধ্যমের আত্মা বা প্রাণ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি নাছিমা আক্তার সোমা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৪জুলাই/জেবি)