logo ২৯ এপ্রিল ২০২৫
ফকির আশরাফ আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৫ ১৮:১৩:০০
image

ঢাকা: কথা সাহিত্যিক ও জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক ফকির আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


শুক্রবার ভোরে ঢাকার উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।বুধবার আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের ফকির বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার প্রতিষ্ঠিত বুখারি জামে মসজিদের পাশে তার দাফন কাজ সম্পন্ন হবে।


(ঢাকাটাইমস/১৭জুলাই/টিএ)