logo ২৯ এপ্রিল ২০২৫
সাংবাদিক সাইফুলের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৫ ১২:২৭:৩০
image

ঢাকা: প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 


বৃহস্পতিবার সন্ধ্যার পর এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।


 


সাংবাদিক সাইফুলের স্ত্রী তাহেরা ইসলাম, ‍দুই কন্যা তাহমিনা ইসলাম ও তানজিনা ইসলাম এবং ছেলে সাইফ রাহাত এদিন সন্ধ্যার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।


 


প্রধানমন্ত্রী এসময় তাদের হাতে ফিক্সড ডিপোজিটের ২০ লাখ টাকার একটি চেক অনুদান হিসেবে দেন।


 


এসময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান,  আব্দুর রাজ্জাক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মহাবুবুল হক শাকিল।


 


গত ১৪ মার্চ রাতে সাংবাদিক সাইফুল ইসলাম নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।


 


সাইফুল ইসলাম দৈনিক আমাদের সময়ে কর্মরত ছিলেন। এছাড়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২০১৩-১৫’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন।


 


তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভাইস প্রেসিডেন্টও ছিলেন।


(ঢাকাটাইমস/১৭জুলাই/এমএম)