প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৫ ১৪:০৭:৪৬
চট্টগ্রাম: চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আজ সোমবার ভোর চারটার দিকে নগরীর শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বাসায় বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গত মাসখানেক ধরে ওবায়দুল হক নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েকদিন আগে বাসায় ফিরেছিলেন। ভোরে সেখানেই তিনি মারা যান।
১৯৬২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘দৈনিক আজাদী’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন ওবায়দুল হক। এরপর দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি আজাদীর রিপোর্টিং বিভাগে কাজ করেন। এখান থেকে প্রধান প্রতিবেদক হিসেবে তিনি অবসরে যান।
পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ওবায়দুল হক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন।
বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব এবং জোহরের নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ এবং বিকালে হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামের বাড়িতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি)